করোনায় আক্রান্ত সিএমপি কমিশনার
প্রকাশিত : ০৭:৩৮, ৯ জুন ২০২০ | আপডেট: ০৭:৩৯, ৯ জুন ২০২০
প্রাণঘাতি করোনা এবার হানা দিয়েছে পুলিশের শীর্ষ পর্যায়ে। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের শরীরে মিলেছে ভাইরাসটির সংক্রমণ। সোমবার (৮ জুন) রাতে প্রাপ্ত নমুনার ফলাফলে তার করোনা শনাক্ত হয়।
তবে, ভাইরাসটির শিকার হলেও তার শরীরে কোন উপসর্গ নেই। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক খুদে বার্তায় নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘আমার শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে কোন উপসর্গ নেই। আমি সুস্থ আছি। সকলের কাছে দেয়া চাই।’
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, ‘সিএমপি কমিশনার স্যারের নমুনা পজেটিভ বলে মৌখিকভাবে শুনেছি। তবে, এখনও লিখিত কোন কিছু পাইনি। স্যার বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।’
জানা গেছে, চট্টগ্রামে করোনা প্রতিরোধে সামনে থেকে লড়াই চালিয়ে যাওয়া পুলিশের এই শীর্ষ কর্মকর্তা গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন। এরপর বাসায় আইসোলেশনে চলে যান। এর মধ্যে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে সে ফলাফলে তার করোনা পজেটিভ আসে।
এআই//