ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টারের করোনা সেবা অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ১০ জুন ২০২০ | আপডেট: ১৬:৫৫, ১০ জুন ২০২০

রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর ২০২০-২১ সেশনের গভর্ণর মো. রুবায়েত হোসেনের তত্ত্বাবধানে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার করোনা পরিস্থিতিতে রোগীদের সেবা প্রদান অব্যাহত রয়েছে। 

০৯৬০৬০০০৯১১ এই হটলাইন নাম্বারে কল করে যে কোন ব্যক্তি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

এই প্রসঙ্গে জনাব রুবায়েত হোসেন জানান, ‘দেশের সনামধন্য ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করে। প্রতিনিয়ত জনগণের সেবায় এতে আরো বিশেষজ্ঞ যোগ হচ্ছেন। এছাড়াও মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, ইস্ট ওয়েস্ট মেডিকেল সাপোর্ট সেন্টারের ডাক্তারগণ কর্তৃক প্রেরিত রোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য জেলা গুলিতেও অনুরূপ চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।’

বিগত ১১৫ বছর যাবত রোটারি ক্লাব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নিঃস্বার্থভাবে মানবসেবা দিয়ে যাচ্ছে। সারাবিশ্ব থেকে পোলিও নির্মূলের মূল উদ্যোক্তা রোটারি এখন কোভিড-১৯ মহামরীর সময় বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে খাদ্য, চিকিৎসা, চিকিৎসা সরঞ্জাম, পুনর্বাসনসহ বহু প্রকল্প নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি