ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাক্রান্তে চীনের পরেই বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ১০ জুন ২০২০

Ekushey Television Ltd.

দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আক্রান্ত দেশের তালিকায় এখন ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার’র তথ্য অনুযায়ী, তালিকায় এখন চীনের পরের অবস্থানটিই বাংলাদেশের।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ১৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৭৪ হাজার ৮৬৫ জন। এক ধাপ এগিয়ে থাকা চীনে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৬ জন। 

গেল বছরের ডিসেম্বরের শেষে চীনের উহান শহরে প্রাণঘাতি করোনা ভাইরাসের উৎপত্তি হয় বলে জানা যায়। বিশ্বব্যাপী এর প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যে জানা যায়, যুক্তরাষ্ট্র আক্রান্ত ও মৃতের তালিকায় এগিয়ে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯ এবং মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন। এরপরে রয়েছে ব্রাজিলের অবস্থান। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ৮৪। এর মধ্যে ৩৮ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি