ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আমি বোধহয় করোনার দুষ্টুচক্রে পড়েছি : সাংবাদিক ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১২ জুন ২০২০

লেখক-সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান ও তার স্ত্রী কেনারীগঞ্জ দক্ষিণের এসিল্যান্ড সানজিদা পারভীন গায়ে জ্বর, তীব্র মাথা ব্যথা এবং সামান্য কাশির উপসর্গ নিয়ে গত ১১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা পরীক্ষা করান। ওই দিনই জানতে পারেন, তারা দুজনই করোনা ‘পজেটিভ’। 

এরপর বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধায়নে ঘরেই চিকিৎসা নেন তারা। প্রায় বিশ দিন পর গত ৩১ মে দুজনেরই ‘নেগেটিভ’ প্রতিবেদন আসে। কিন্তু তিন দিনের মাথায় চূড়ান্ত নমুনা পরীক্ষায় স্ত্রী সানজিদা পারভীন নেগেটিভ হলেও আবদুল্লাহ আল ইমরান ‘পজেটিভ’ হন। 

ব্যতিক্রমী এই ঘটনা সম্পর্কে চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘আমরা দুজনই গত ২ জুন চূড়ান্ত পরীক্ষার জন্য বিএসএমএমইউ-এ নমুনা দেই। ৪ জুন বিকেলে ভাইরোলজি বিভাগের প্রধান নিজে ফোন করে জানান, আমি ‘পজেটিভ’ কিন্তু আমার স্ত্রী ‘নেগেটিভ’। এতে আমি বেশ বিস্মিত হই। মনও অনেক খারাপ হয়।’

ইমরান আরও বলেন, ‘নমুনা দেওয়ার পর ২ জুন রাত থেকেই আমার ডায়রিয়া শুরু হয়। প্রথমে ভেবেছিলাম খাওয়ায় কোনো সমস্যা হয়েছে। পরবর্তীতে পজেটিভ রিপোর্ট এবং টানা দুই দিনেও পেটের সমস্যা দূর না হওয়ায় বুঝলাম, ভাইরাস হয়তো শরীরে থেকে গেছে। পাশাপাশি মাথাব্যথা ও দুর্বলতাও ছিল। পজেটিভ জেনে স্ত্রীর সঙ্গে যতোটা সম্ভব দূরত্ব বজায় রেখে, করোনাকালীন নিয়মে ফিরে গিয়ে এবং ডাক্তারের পরামর্শে চলে ৭ জুন থেকে একদম ভালো বোধ করছি। কিন্তু তবুও আজ ১১ জুনের রিপোর্টে আবারও পজেটিভ হয়েছি। আমি বোধহয় করোনার দুষ্টুচক্রে পড়েছি।’

ভাইরাসের এমন আচরণ প্রসঙ্গে জানতে চাইলে বিএসএমএমইউ-এর ভাইরোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফ উদ্দিন মুন্সি বলেন, ‘এমন ঘটনা আমরা আরও কয়েকটি পেয়েছি। বিরল এই ঘটনাগুলো মেডিকেল রিসার্সের জন্য অনুসরণও করছি। নেগেটিভ হওয়ার কয়েকদিন পরেই পজেটিভ আসছে, এর মানে হতে পারে রোগী পুরোপুরি ভাইরাসমুক্ত হননি। অথবা অকার্যকর আরএনএ রয়ে গেছে শরীরে। কেউ কেউ একে বলছেন, রি-ইনফেকশন। এটা আবার রিঅ্যাকটিভেশনও হতে পারে।’

লেখক-সাংবাদিক আবদুল্লাহ আল ইমরানের স্ত্রী সানজিদা পারভীন এখন সুস্থ আছেন। কেরানীগঞ্জে নিজ কর্মস্থলে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে ইমরান পুনরায় পজেটিভ জেনে নিজের কক্ষে আইসোলেশনে আছেন। 
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি