ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিএমএইচে ভর্তি হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ১৩ জুন ২০২০ | আপডেট: ২২:১৯, ১৩ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন। 

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, তাদের শারীরিক অবস্থা ভাল আছে। বাসায় চিকিৎসক আসা যাওয়া একটা সমস্যা তাই চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছেন। যাতে প্রয়োজনে চিকিৎসাটা ভালোভাবে করা যায়।

এর আগে গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য স্যাম্পল জমা দেন। শুক্রবার তাদের দুজনের ফলাফলে করোনা পজিটিভ আসে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি