ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত ঢামেকের আইসিইউ প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৪ জুন ২০২০

প্রাণঘাতি করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রধান ও অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. মোজাফফর হোসেন। 

রোববার (১৪ জুন) সকালে করোনায় আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছেন। 

তিনি বলেন, বর্তমানে বাসায় আছেন এবং সুস্থ আছেন। কোনো ধরনের শারীরিক জটিলতা এখনো নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

অধ্যাপক ডা. মোজাফফর হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের শিক্ষার্থী। 

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি