ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাতেই আনসারের ৩৩৭ সদস্য করোনাক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ১৪ জুন ২০২০ | আপডেট: ০০:১০, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা মহামারীতে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ অনেকই আক্রান্ত হয়েছেন। তেমনিভাবে জাতীয় সংসদ ভবনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ৮১ জন আনসার সদস্য নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে আজ রোববার রাত নয়টা পর্যন্ত শুধু ঢাকাতেই আনসার ব্যাটালিয়নের ৩৩৭ জন সদস্য করোনাক্রান্ত হয়েছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুধু ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ৩৩৭ জন সদস্য। জাতীয় সংসদ ভবনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ৮১ জন ব্যাটালিয়ন আনসার আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করেছেন। এ ছাড়া জাতীয় সংসদ ভবনে দায়িত্ব পালনকারী ব্যাটালিয়ন আনসার সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন হাসপাতালের ফ্রন্টলাইনে দায়িত্ব পালন করতে গিয়ে ২১৪ জন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্য আক্রান্ত হন। এ ছাড়া বাহিনীর সদর দফতরে আক্রান্ত হয়েছেন ১৫ জন সদস্য।’

আনসারের এ কর্মকর্তা জানান, ঢাকার চেয়ে অন্যান্য জেলায় এ বাহিনীর করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম। সারাদেশে এ বাহিনীর কোভিড-১৯ এ সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৫২ জন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১১৫ জন সদস্য। হোম কোয়ারেন্টাইনে আছেন এ বাহিনীর ৪৮ জন। করোনা আক্রান্ত হয়ে ৮৬ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন থানা, ক্যাম্প ও হোটেলে কোয়ারেন্টাইনে আছেন ৭৭ জন।

এর আগে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাহিনীটির দুই জন সদস্য মারা গেছেন। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি