ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল’র পরিচালক করোনাক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৫, ১৫ জুন ২০২০

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল- সংগৃহীত

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল- সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রাণঘাতি করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। গত ৯ দিন আগে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রামণ ধরা পরে। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ।

তিনি জানান, উত্তম বড়ুয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৯ দিন আগে তিনি অসুস্থ হয়েছেন। তার অবস্থা ভালো।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গতকাল রোববার জানিয়েছে, এ পর্যন্ত সারাদেশে চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২০২ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১ হাজার ১১ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ২৮ জন করোনায় এবং ৫ জন চিকিৎসক এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। 

উল্লেখ্য, রোববার পর্যন্ত দেশে ৮৭ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছেন। এতে রোগে মারা গেছেন ১ হাজার ১৭১ জন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি