ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৭, ১৫ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (ডেন্টিস্ট্রি) ডা. নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, ডা. নজরুল ইসলাম ঢাকা ডেন্টাল কলেজের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা.মো. আবুল কাশেম এবং মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। ডা. নজরুল ইসলাম ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি