ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় আরও দুই পুলিশের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১৫ জুন ২০২০

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্য। এ নিয়ে পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২৬ পুলিশ সদস্যের। 

সোমবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ এ তথ্য জানায়। 

মৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই এসএম মুকুল (৫৫) ও কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)। তারা দুজনই ডিএমপিতে কর্মরত ছিলেন।

এসআই মুকুল সোমবার ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি