ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারালো ১ লাখ ১৮ হাজার মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ১৬ জুন ২০২০ | আপডেট: ০৯:৩৩, ১৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলেও কিছুটা কমতে শুরু করেছে প্রাণহানি। দেড় মাস পর সর্বনিম্ন মৃত্যুর রেকর্ডের পর গত একদিনে সামান্য বেড়েছে প্রাণনাশ। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ২০ হাজার ৭২২ জন। এতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৪২৫ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১৮ হাজার ২৮৩ জন মানুষের মৃত্যু হলো করোনায়। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৯০ হাজারের মতো মানুষ। 

এর মধ্যে অনেকটা নিয়ন্ত্রণে আসা নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রায় ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে কমে এসেছে আক্রান্ত ও প্রাণহানি। তারপরও প্রতিদিনই কম করে হলেও ঘটছে উভয়ই। ইতিমধ্যেই সেখানে ১ লাখ প্রায় ৭০ হাজার মানুষের শরীরে করোনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছে। 

আক্রান্ত ১ লাখ সাড়ে ৫৫ হাজার ছাড়িয়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ১১৯ জনের। ইলিনয়সে ১ লাখ সাড়ে ৩৩ হাজার পেরিয়েছে সংক্রমণ। প্রাণ গেছে ৬ হাজার ৩২৬ জনের।

আক্রান্ত ১ লাখ সাড়ে ৫ হাজারে ছাড়িয়েছে ম্যাসাসুয়েটসসে, যেখানে ৭ হাজার ৬৪৭ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৯১ হাজার পেরিয়েছে টেক্সাসে। তবে, সেখানে প্রাণহানি কিছুটা কম। যার সংখ্যা ২ হাজারের বেশি। 

পেনসিলভেনিয়ায় প্রায় ৮৮ হাজার আক্রান্তে প্রাণ গেছে সেখানে ৬ হাজার ৩২২ জনের।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি