ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ১৬ জুন ২০২০

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন।

সাঈদ হায়দার বলেন, ‘কিছুক্ষণ আগে নমুনা পরীক্ষার ফল পেয়েছি। উনার পজিটিভ এসেছে। উনার শ্বাসকষ্ট নেই, তবে জ্বর ও কাশি রয়েছে।’ তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও সাঈদ জানান।

উপাধ্যক্ষ শহীদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে উল্লেখ করে ব্যক্তিগত সহকারী বলেন, ‘গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিলে আমরা উনাকে সিএমএইচে স্থানান্তর করবো।’

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি