ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় মারা গেলেন সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ১৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত এ কর্মকর্তার নাম আতিকুর রহমান (৪৭)। তিনি ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের (লোকাল অফিস) জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার ছিলেন।

জানা যায়, গত এক মাস আগে তার পিতাও করোনাক্রান্ত হয়ে মারা যান। আতিক গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সর্বশেষ গত ২৮ মে অফিস করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান বলেন, ‘এক সপ্তাহ আগে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তিনি মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন আতিকুর রহমান।’

কোয়ান্টাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সোমবার রাতে দক্ষিণ কমলাপুর কবরস্থানে তার দাফন হয়েছে বলে জানান জাকির হোসেন। তার বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে আতিক তার মৃতদেহ দাফন করতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পর প্রাথমিক টেস্টে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সংক্রমণ ধরা পড়ে।  

উল্লেখ্য, গত ১৭ মে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার মাহাবুব এলাহী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সারাদেশে সোনালী ব্যাংকের ১৪০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হন। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি