ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১৭ জুন ২০২০ | আপডেট: ১৮:০৬, ১৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী একুশে টিভিকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আব্দুল লতিফ বকসী বলেন, আজকে এই কিছুক্ষণ আগেই পরীক্ষায় মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ এসেছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি
হবেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোওয়া চেয়েছেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ১৫ জুন সোমবার সম্পূরক বাজেট পাসের দিন জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। বাণিজ্যমন্ত্রী ছাাড়ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েছেন। 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি