ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত চিকিৎসক দম্পতি ডা. স্বপ্নীল ও নুজহাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১৭ জুন ২০২০ | আপডেট: ১৯:৪৪, ১৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের প্রধান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার স্ত্রী বিএসএমএমইউ’র চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী শম্পা। 

বুধবার (১৭ জুন) ডা. স্বপ্নীল গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেন।

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল জানান, চারদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এক দিন পর থেকেই তার স্ত্রী ডা. নুজহাত ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেও করোনায় আক্রান্ত হয়।

তিনি বলেন, আমরা সবাই এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছি। আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। হালকা লক্ষণ বা উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাতে দেই। এরপর রিপোর্টে করোনা পজিটিভ আসে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি