ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ১৮ জুন ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি  আগারগাঁও শাখায় কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) সলিমুল্লাহও করোনায় আক্রান্ত হয়ে আজ মারা গেছেন। মৃত্যুর বিষয় ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান নিশ্চিত করেন। 

‌জাকির হোসেন খান বলেন, ‘আব্দুস সবুর কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) ছিলেন। আজকে তার শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২টায় দিকে মারা যান। অবসরপ্রাপ্ত ডিজিএম সলিমুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

এ পর্যন্ত ব্যাংকটির ৬ কর্মকর্তা করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন অন্তত ১৫০ কর্মী বলে জানান তিনি। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি