ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭, ১৯ জুন ২০২০

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৪ জুন তার করোনা ভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, এখন অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। শারীরিক অবস্থা উন্নতির দিকে।

তবে পরিবারে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলেও জানান বাবুল।

প্রসঙ্গত, বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য। যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি