ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইতালিতে করোনায় বাংলাদেশি নার্সের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১৯ জুন ২০২০

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাজমুন্নাহার (৪৫) নামে এক বাংলাদেশি নার্সের মৃত্যু হয়েছে। 

বুধবার মারা যান তিনি। এই প্রথম ইতালিতে কর্তব্যরত বাংলাদেশি কোনো নার্স মারা গেলেন। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল ১৩ জন প্রবাসীর। 

নাজমুন্নাহারের দেশের বাড়ি ঢাকার গাজীপুরে। তার স্বামী বর্তমানে বাংলাদেশে। আগামি ২৩ জুন ইতালিতে যাওয়ার কথা তার। এদিকে তার একমাত্র মেয়ে বাসায় কোয়ারান্টাইনে আছে। মৃত্যুদেহটি বর্তমানে ভারেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালে সরকারি ব্যবস্থাপনায় ১৮ জন নার্স গিয়েছিল ইতালিতে। তাদের মধ্যে নাজমুন্নাহার একজন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি