ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১৯ জুন ২০২০ | আপডেট: ১৬:৫০, ১৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সাবেক মন্ত্রী এবং ফরিদপুর-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। 

আজ শুক্রবার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, তার নমুনা নেওয়া হয়েছিল। পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন এবং ঢাকার বাসায় অবস্থান করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি