ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারের সাবেক সাংসদ বদি করোনাক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ২০ জুন ২০২০ | আপডেট: ০০:১২, ২০ জুন ২০২০

সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি

সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি

Ekushey Television Ltd.

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

মাহবুবুর জানান, বৃহস্পতিবার সকালে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে কক্সবাজারের ইউনিয়ন হসপিটালে ভর্তি হন বদি। পরে তার শরীরের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া আজ সন্ধ্যায় জানিয়েছেন, আব্দুর রহমান বদির ফলাফল পজিটিভ এসেছে। তবে তার স্ত্রী এমপি শাহীন আক্তার চৌধুরীর ফলাফল নেগেটিভ।

করোনাভাইরাসের সংক্রমণ না ঘটলেও বদির স্ত্রীর টাইফয়েড ধরা পড়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ডা. মাহবুবর রহমান।

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি