ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২০ জুন ২০২০ | আপডেট: ২০:৫৮, ২০ জুন ২০২০

Ekushey Television Ltd.

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির বন্ধু বাবুল ও ছোট ভাই মোরসালিন মোর্ত্তজা।

জানা গেছে, দেশে করোনা বিপর্যয়ের শুরু থেকেই নড়াইল ও দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য কাজ করছেন তিনি। শুরুর দিকে দুইবার নিজ সংসদীয় এলাকায় গিয়েছেন। অসহায় মানুষেদের জন্য নিশ্চিত করেছেন ত্রান। দ্বিতীয়বার নড়াইল থেকে এসে কোয়ারেন্টাইনেও ছিলেন তিনি।

এরপর বেশ কয়েকদিন ধরে বাসাতেই আছে। তবে গত তিন-চার দিন সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন বলে জানান মাশরাফি বিন মোর্ত্তজার ছোট ভাই মোরসালিন মোর্ত্তজা। গতকাল শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়ার পর আজ শনিবার ফল আসে করোনা পজিটিভ। এখন পর্যন্ত তিনি ঢাকায় বাসাতেই আছেন বলে জানিয়েছেন মোরসালিন।

এর আগে মাশরাফির শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।

এমবি//এনএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি