ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাতীয় দলের ক্রিকেটার নাজমুল অপু করোনাক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২০ জুন ২০২০

জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আজ শনিবার বিষয়টি অপু নিজেই গণমাধ্যমকে জানান। এর আগে নাফিস ইকবাল এবং মাশরাফির কোভিড-১৯ পজেটিভ হন। বাংলাদেশ জাতীয় দলের এই তিন ক্রিকেটার একই দিনে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অপু জানান, গেল সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পর তার শরীর খারাপ হতে শুরু করে। পরে কোভিড-১৯ পরীক্ষা করলে তাতে পজেটিভ প্রতিবেদন আসে। এখন তিনি বাসায় আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) আছেন। 

উল্লেখ্য, দেশের ক্রিকেটে ভাইরাল হওয়া নাগিন ড্যান্সের জন্য নাজমুল বেশ আলোচনায় আসেন। জাতীয় দলের হয়ে তিনি ১টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। সংগ্রহ করেছেন ১ টেস্টে ৪ উইকেট, ৫ ওয়ানডেতে ৫ উইকেট এবং ১৩ টি-টোয়েন্টিতে ৮ উইকেট।

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি