ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

করোনাক্রান্ত ২১ বিচারক ও ৬২ কর্মচারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২১ জুন ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের অধস্তন আদালতের ২১ জন বিচারক। একই সঙ্গে এতে ৬২ জন কর্মচারীও আক্রান্ত হয়েছেন। রোববার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আইন মন্ত্রী আনিসুল হক মনিটরিং ডেস্কের রিপোর্ট পর্যবেক্ষণ করে আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মন্ত্রণালয়ের করোনাভাইরাস মনিটরিং ডেস্কের তথ্য অনুযায়ী ২০ জুন পর্যন্ত অধস্তন আদালতের মোট ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এখন পর্যন্ত তার করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক মো. কাওছার মিয়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। 

আক্রান্ত বিচারকদের মধ্যে নেত্রকোণার জেলা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান সুস্থ হয়ে উঠেছেন। বাকি কোন কোন বিচারক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদের নাম-পরিচয় জানায়নি আইন মন্ত্রণালয়।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি