ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় মারা গেলেন ন্যাশনাল লাইফের এমডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২২ জুন ২০২০

জামাল এমএ নাসের

জামাল এমএ নাসের

বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল এমএ নাসের।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি বিষয়টি নিশ্চিত করেন।

জামাল এমএ নাসের বীমা খাতের প্রথম এমডি ও সিইও, যিনি করোনায় মারা গেলেন। এর আগে জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

আমির হোসেন জনি জানান, জামাল এম এ নাসের করোনায় আক্রান্ত হয়ে গত ১২ জুন হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।

বীমা শিল্পে দক্ষ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত জামাল এম এ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর ধরে তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি