ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জেনে নিন করোনায় দেশের কোন জেলায় কত আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২৪ জুন ২০২০

বাংলাদেশে সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর এই প্রাণঘাতী ভাইরাসটির সঙ্গে আমাদের বসবাস সাড়ে তিন মাস ধরে। গতকাল সোমবার পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছে এক হাজার ৫৪৫ জন। অপরদিকে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন। 

বিভাগ ও জেলা পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। সুস্থদের বাদ দিয়ে গতকাল সোমবার জেলায় জেলায় কি পরিমাণ করোনা আক্রান্তের রোগী রয়েছে তার একটি পরিসংখ্যা দেওয়া গেল।

ঢাকা বিভাগে আক্রান্ত রোগী রয়েছে ৪২,৪৮৭ জন। চট্টগ্রাম বিভাগে ১৫,৮৬০, রাজশাহী বিভাগে ২,৪২৮, খুলনা বিভাগে ২,৫৩৩, বরিশাল বিভাগে ১,৯৭৯, সিলেট বিভাগে ৩,১৪৩, রংপুর বিভাগে ২,৩০১ এবং ময়মনসিংহ বিভাগে ২,৩৭৫ জন আক্রান্ত রোগী রয়েছে।

এবার জেনে নিন কোন জেলায় কত জন করোনায় আক্রন্ত রয়েছে...

ঢাকা বিভাগ
ঢাকা জেলা-২৭,৩০৯, নারায়ণগঞ্জ-৪,৭০০, মুন্সিগঞ্জ-১,৭৭৬, গাজীপুর-২,৫১১, মানিকগঞ্জ-৪৯৬, নরসিংদী-১,২৪০, ফরিদপুর-১,২৪১, গোপালগঞ্জ-৪৮৩, 
কিশোরগঞ্জ-১০৮৩, মাদারিপুর-৬০৮, রাজবাড়ী-২২১, শরিয়তপুর-৩৭৮, টাঙ্গাইল-৪৪১।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম জেলা-৬,৪৮০, কক্সবাজার-২,০৪৭, কুমিল্লা-২৬২৮, ব্রাহ্মণবাড়িয়া- ৫৪১, ফেনী-৬৫৩, চাঁদপুর-৬১০, লক্ষ্মীপুর-৬০৯, নোয়াখালী-১৭৪০, খাগড়াছড়ি-১৬০, 
রাঙ্গামাটি-২০৮, বান্দরবান-১৮৪।

রাজশাহী বিভাগ
রাজশাহী জেলা-২৯৯, নাটোর-১৪৮, নওগাঁ-২৩৯, চাঁপাইনবাবগঞ্জ-৮৮, পাবনা-৩৩৬, সিরাজগঞ্জ-২৮০, বগুড়া-৭৮৩, জয়পুরহাট-২৫৫

খুলনা বিভাগ
খুলনা জেলা-১,০৭৩, কুষ্টিয়া-৩৮৪, চুয়াডাঙ্গা-১৮০, ঝিনাইদহ-১২৯, নড়াইল-১০০, বাগেরহাট-১১২, মাগুরা-৬৪, মেহেরপুর-৪২, যশোর-৩৪৮, সাতক্ষীরা-১০১

বরিশাল বিভাগ
বরিশাল জেলা-১,১২৯, পটুয়াখালী-২৪৪, ভোলা-১৮৮, পিরোজপুর-১৩১, বরগুনা-১৬২, ঝালকাঠী-১২৫

সিলেট বিভাগ
সিলেট জেলা-১,৮১৪, সুনামগঞ্জ-৭৮৮, মৌলভীবাজার-২৬৫, হবিগঞ্জ-২৭৬

রংপুর বিভাগ
রংপুর জেলা-৭৮৩, দিনাজপুর-৫০৭, নীলফামারী-২৯৮, গাইবান্ধা-২১১, লালমনিরহাট-৭৬, ঠাকুরগাঁও-১৮০, কুড়িগ্রাম-১২০, পঞ্চগড়-১২৬

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ জেলা-১,৩১৫, জামালপুর-৪৬৮, নেত্রকোণা-৩৮১, শেরপুর-২১১

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি