ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত তথ্য সচিব কামরুন নাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২৪ জুন ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার। বুধবার তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে এমনিতে তার কোনো উপসর্গ ছিল না বলে মন্তব্য করেন মোহাম্মদ এনামুল আহসান।

করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতে আইসোলেশনে আছেন তথ্য সচিব।

তবে তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

তিনি বলেন, কিছু দিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে।

ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে বলে জানান মাহমুদ।

তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি