ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ২৭ জুন ২০২০

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম

Ekushey Television Ltd.

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মারা গেছেন (ইন্না...রাজিউন)। 

গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মো. সেলিম করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত দুই সপ্তাহ ধরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার দুপুর ২টায় তিনি মারা যান। 

ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের জন্ম শরিয়তপুরে। স্নাতক সম্পন্ন করার পরে তিনি বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত হন। তিনি ঢাকার রমনা ভবনে বড় কাপড়ের দোকান ‘সুমন ক্লোথ স্টোর’ এবং ইস্টার্ন প্লাজার সেন্ট্রাল প্লাজার স্বত্ত্বাধিকারী ছিলেন।

তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি