ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফেনী আ’ লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২৮ জুন ২০২০ | আপডেট: ১২:১৩, ২৮ জুন ২০২০

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান- সংগৃহীত

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান- সংগৃহীত

Ekushey Television Ltd.

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকরামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘জনমানুষের নেতা হিসেবে’ আকরামুজ্জামান বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি জানানো হয়। 

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার ভোরে সেখানে তার মৃত্যু হয়। 

এর আগে গত ১৫ জুন থেকে জ্বর-কাশিসহ অসুস্থতা বোধ করলে বাসায় চিকিৎসা নেন তিনি। পরবর্তীতে ১৯ জুন শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দে (আইসিইউ) ছিলেন। এর আগে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও সেখানে তার করোনা পজিটিভ আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আকরামুজ্জামান জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। তিনি ফেনীতে রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি