ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার মারা গেছেন সাবেক সাংসদ শাহজাহান তালুকদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ২৮ জুন ২০২০ | আপডেট: ১৫:৪৬, ২৮ জুন ২০২০

অ্যাডভোকেট শাহজাহান তালুকদার

অ্যাডভোকেট শাহজাহান তালুকদার

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজাহান তালুকদার। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। বিষয়টি জাতীয় পার্টি চেয়ারম্যারের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী নিশ্চিত করেছেন।

শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোহাম্মদ কাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘প্রয়াত শাহজাহান তালুকদার ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত অনুরাগী। গণমানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি। হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান অক্ষয় হয়ে থাকবে। শাহজাহান তালুকদার-এর মৃত্যুতে জাতীয় পার্টি এক আদর্শবান নেতাকে হারাল।’ শাহজাহান তালুকদারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।

মৃত্যুকালে শাহজাহান তালুকদার স্ত্রী,  এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি