ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিগারেটের লাইটার থেকে ছড়াচ্ছে করোনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস হাঁসি-কাশির মাধ্যমে ছড়ায়। কিংবা আক্রান্তের সংস্পর্শে আসলেও ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। তাই মাস্ক ব্যবহার, স্যানিটাইজিং এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়। কিন্তু এগুলো ছাড়াও নতুন একটি তথ্য সামনে এসেছে, যা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। এবার সিগারেটের লাইটার থেকেই করোনার নতুন সংক্রমণ শুরু হয়েছে।

বিবিসি জানায়, সিগারেট জ্বালাতে গিয়ে একই লাইটার ব্যবহার বা বিনিময় থেকে নতুন করে করোনাভাইনাসের সংক্রমণ শুরু হয়েছে।

বাংলাদেশে অনেক এলাকায় লকডাউন উঠে গেছে। তাই মানুষজনের চলাচলও বৃদ্ধি পেয়েছে। এদেশের অনেক মানুষ ধূমপানের সঙ্গে জড়িয়ে আছে। তাদের একটি স্বাভাবিক রীতি- দোকান থেকে একটি সিগারেট নিয়ে সেই দোকানে ঝোলানো লাইটার দিয়ে তা ধরিয়ে নেওয়া। এখন ভাববার সময় হয়েছে, করোনার সতর্কবার্তায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করার।

লাইটার দিয়ে করোনার ছড়ানোর ঘটনাটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্যে ভিক্টোরিয়ায়। এখানে মহামারি করোনাভাইরাসের নতুন সংক্রমণ শুরু হয়েছে। সিগারেটের লাইটার থেকে সেখানে করোনা ছড়িয়ে পড়ছে বলা হচ্ছে।

দেশটির মেলবোর্নের একটি হোটেলের স্টাফরা এই সিগারেটের লাইটার নিজেদের মধ্যে বিনিময় করেন। এরপর সেখানে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। রোববার অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় নতুন করে ৪৯ জন রোগী পাওয়া গেছে, যা গত ২ মাসে সর্বোচ্চ। সিগারেটের লাইটার বিনিময়কেই এর জন্য সন্দেহ করা হচ্ছে সেখানে।

অঙ্গরাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, সংক্রমণ হয়েছে একটি হোটেল থেকে। যেখানে সামাজিক দূরত্ব ছিল ঠিকই কিন্তু একটা লাইটার তারা সবাই ব্যবহার করেন। ধূমপান করতে গিয়ে সেই লাইটার অনেকেই ব্যবহার করেন। নতুন করে সংক্রমণ ছড়ানোর কারণ সেই লাইটারটি।

তিনি আরও জানান, মেলবোর্নে বেশ কয়েকটি এলাকায় গুচ্ছভাবে করোনা সংক্রমণ হওয়ায় নতুন করে স্টে হোম এবং লকডাউন আরোপ করা নিয়ে বিবেচনা করছে স্থানীয় প্রশাসন। 

এদিকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজারের কিছু বেশি। এর মধ্যে মারা গেছেন ১০৪ জন।

যদিও আগেই ধূমপান নিয়ে সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। এই সংস্থাটির মতে, 'ধূমপায়ীদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। আর সংক্রমণ হলে অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীর অবস্থা অত্যন্ত জটিল হতে পারে।' এবার এই সতর্কবার্তার সঙ্গে যুক্ত হলো ধূমপানে ব্যবহৃত লাইটার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি