ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হায়দার আকবর খান রনো 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৯ জুন ২০২০ | আপডেট: ১৬:০২, ২৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খান রনো। গত চারদিন যাবৎ তিনি জ্বরে ভুগছেন। সোমবার করোনা পরীক্ষার ফলাফলে তিনি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সোমবার গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মঞ্জুর মইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হায়দার আকবর খান রনো গত চারদিন যাবৎ জ্বরে ভুগছেন। আজ করোনা পরীক্ষার ফলাফলে তিনি আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।

মঞ্জুর মইন বলেন, সকাল থেকে তার শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি। তিনি আগে থেকেই সিওপিডি-তে ভুগছেন। সুস্থ অবস্থাতেই তাকে অক্সিজেন সহায়তা নিতে হয়।

এ প্রতিবেদন সংগ্রহ কালে তিনি জানান, হায়দার আকবর খান রনোকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি