ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশের গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আবিষ্কারের দাবি জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে তেজগাঁও প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে গ্লোব বায়োটেক লিমিটেড। এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল গ্লোব বায়োটেক।

ভ্যাকসিন উদ্ভাবনে ল্যাবে এন্টিবডি তৈরির দাবি করে গ্লোব বায়োটেক জানায়, গ্লোবাল রেসে ৫০তম স্থানে থাকতে পারে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে গ্লোব বায়োটেক কর্মকর্তারা, প্রাণিদেহে ভ্যাকসিন প্রয়োগ করে এন্টি এন্টিবডি পাওয়ার দাবি করেছেন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আগামী ৬ থেকে ৭ সপ্তাহ পর ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগে যাবে বলেও জানান তারা।  

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের দাবি, প্রাথমিকভাবে করোনার ভ্যাকসিনে সফল হয়েছে প্রতিষ্ঠানটি। এনিমেল পর্যায়ে এটা সফল হয়েছে। এখন এ টিকা মানবদেহেও সফলভাবে কাজ করবে বলেও আশা তাদের।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি