ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে একদিনেই করোনায় আক্রান্ত ২ লাখের বেশি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো একদিনে বিশ্বের দুই লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যদিয়ে টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। যার শিকার এক কোটি পৌনে ১০ লাখ মানুষ। আর না ফেরার দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৩ হাজারের বেশি ভুক্তভোগী। যদিও প্রায় সাড়ে ৬১ লাখ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 

এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে। 

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ২ লাখ ৮ হাজার ৮৬৪ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৯ লাখ ৭৪ হাজার ৪২১ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৫ হাজার ১৫৫ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ২৪২ জনে ঠেকেছে। 

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জনের।  

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ১ হাজার ৩৫৩ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৬১ হাজার ৯৯০ জনে ঠেকেছে। 

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৬১ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমণ সোয়া ছয় লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সেখানে ৬ লাখ ২৭ হাজার ১৬৮ জন মানুষ করোনার শিকার। প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ২২৫ জনের। 

যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ ৮৮ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৪৪ হাজারে ঠেকেছে। 

এদিকে, নিয়ন্ত্রণে আসা স্পেনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে করে প্রাণহানি বেড়ে ২৮ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার ১৮৩ জন মানুষ। 

সংক্রমণ ২ লাখ ৯২ হাজারের বেশি লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে সেখানে ১০ হাজার ৪ জনের।

চিলিতে সংক্রমণ ২ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৫ হাজার ৯২০ জনের।  

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৮১৮ জন মানুষ। 

সংক্রমণে মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতান্ত্রিক দেশ ইরানকে ছাড়িয়ে যাওয়া লাতিন আমেরিকার মেক্সিকোয় আক্রান্ত ২ লাখ ৩৮ হাজারের বেশি। প্রাণ গেছে সাড়ে ২৯ হাজার ১৮৯ জনের। 

ইরানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৩৩ হাজারের কাছাকাছি। প্রাণহানি ঘটেছে ১১ হাজার ১০৬ জনের। 

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ১৮ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৭৩ জনের। 

তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ ২ হাজার ২৮৪ জন। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ১৬৭ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৯২৬ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৬ হাজার ৪৪২ জন। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি