ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

এবার মারা গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ৬ জুলাই ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অধ্যাপক এ কে এম নুরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন। একই সঙ্গে তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি