ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে করোনার ভুক্তভোগী ৩০ লাখ হতে চলেছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সংক্রমণের ছয় মাস পেরিয়ে গেলেও হাতে পৌঁছেনি কার্যকরি প্রতিষেধক। আর এতে করেই করোনার সবচেয়ে বেশি ভুক্তভোগী মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে লাশের স্তুপ। তবে, গত একদিনে আবারও কমেছে কিছুটা প্রাণহানি। তারপরও সেখানে মৃতের সংখ্যা ১ লাখ সাড়ে ৩২ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩০ লাখ হতে চলেছে। এর মধ্যে ১৩ লাখের মতো সুস্থ হয়ে বেঁচে ফিরেছেন।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৪৩ হাজার ৫৩০ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ২৫১ জনের। যা একদিনে মৃত্যুর নিরিখে দ্বিতীয় সর্বনিম্ন। এ নিয়ে দেশটির ১ লাখ ৩২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হলো করোনায়।  

এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ২২ হাজার ছাড়িয়ে গেছে। যেখানে ৩২ হাজার ২৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৩৭ জনের। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৬৭৫ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ ২ লাখ পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৩ হাজার ৭৩২ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৭৭ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ২৭৯ জনের।

ইলিনয়সে ১ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছে।

ম্যাসাসুয়েটসসে ১ লাখ ১০ হাজার ছুঁয়েছে সংক্রমিতের সংখ্যা। যেখানে ৮ হাজার ১৮৩ জন প্রাণ হারিয়েছেন। 

পেনসিলভেনিয়াকে পেছনে ফেলেছে অ্যারিজোনা। যেখানে ৯৮ হাজারেরে বেশি মানুষ করোনার শিকার। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ১ হাজার ৮০৯ জন।

এআই/এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি