ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাকে জয় করলেন এমপি মোকাব্বির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসকে জয় করেছেন গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। 

রোববার (৬ জুলােই) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নমুনা দিলে সোমবার তার রিপোর্ট নেগেটিভ আসে। গণমাধ্যমকে এ তথ্য জানান গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

দলের এ সাধারণ সম্পাদক মোকাব্বির খানের সুস্থতায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদ সদস্য মোকাব্বির খান গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন। ২১ জুন অবস্থার উন্নতি হলে ঢাকার ন্যাম ভবনের বাসায় ফিরে যান। সেখানে ১৪ দিন আইসোলেশনে থাকেন মোকাব্বির খান।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি