ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিশ্বে করোনাক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ১০ জুলাই ২০২০

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত সাত মাসের মাথায় ভাইরাসটি বিশ্বজুড়ে ১ কোটি ২০ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া ১০টা দিকে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ৫৭ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে মারা গেছেন ৫ লাখ ৫৪ হাজার ৫৯ জন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইতিমধ্যে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বিশ্বব্যাপী বার্ষিক মারাত্মক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীর তিনগুণ হয়ে গেছে।

করোনাভাইরাস সংক্রমণে মারাত্মভাবে আক্রান্ত অনেক দেশই ভাইরাসটির বিস্তার রোধে লকডাউন আরোপ করেছিল, কিন্তু সম্প্রতি তারা লকডাউন শিথিল করেছে। তবে চীন ও অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশ সংক্রমণ ফের বাড়তে থাকায় আরেকবার লকডাউন বেছে নিয়েছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি