ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদক্ষেপ নিলে এখনো করোনা নিয়ন্ত্রণ সম্ভব: ডব্লিউএইচও প্রধান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১১ জুলাই ২০২০ | আপডেট: ১৩:৪৫, ১১ জুলাই ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস- আনাদুলু এজেন্সি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস- আনাদুলু এজেন্সি

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস নিয়ন্ত্রণের সময় এখনও শেষ হয়ে যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ৬ সপ্তাহে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে জানিয়েছে সংস্থাটি। গতকাল শুক্রবারের সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, ‘যথাযথ পদক্ষেপ নিতে পারলেই অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

সংবাদ সম্মেলনে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতীয় বস্তির উদাহরণ তুলে ধরে গেব্রিয়াসিস বলেন, ‘এই সব দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেলেও দ্রুততর ও বলিষ্ঠ পদক্ষেপের মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

টেড্রোস আডানোম গেব্রিয়াসিস জানান, বিশ্বে এমন বহু উদাহরণ ইতোমধ্যেই তৈরি হয়েছে যে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া সত্ত্বেও করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা গেছে। কমিউনিটি সংক্রমণ শনাক্ত করা, পরীক্ষা করা, পৃথক করা এবং আক্রান্তদের সবার সুচিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়ে ভাইরাস ছড়িয়ে পড়ার বৃত্তকে ভেঙে দিতে সক্ষম হয়েছে তারা।

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার পর গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি