ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনার উপসর্গ নিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ১৩ জুলাই ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার আসাদুল ইসলাম (৫৫) মারা গেছেন। তিনি রাজশাহী নগরীর বুধপাড়া এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

বিসিএসআইআরের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. মো. ইব্রাহিম জানিয়েছেন, কয়েকদিন ধরে আসাদুল ইসলামের জ্বর-সর্দিতে ভুগছিলেন। প্রথম দফা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এরপর থেকে নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। ওইদিন থেকেই তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় সেখানেই তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন আসাদুল ইসলাম। পরে তার নমুনা নেয়া হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তিনি মারা গেলেন। রিপোর্ট পেলেই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তবে বাড়তি সর্তকতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনকে মরদেহ দাফনের নির্দেশ নেয়া হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি