ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে কমল প্রাণহানি, আক্রান্ত আরও ৬০ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

আগের দিনের তুলনায় গত একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে প্রাণহানি। তবে, সমতলে রয়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার মার্কিনির দেহে মিলেছে ভাইরাসটির সংক্রমণ। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৪ লাখ ১৪ হাজারে পৌঁছেছে। নতুন ৩৮০ জনসহ প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থতা লাভ করেছেন ১৫ লাখের বেশি ভুক্তভোগী।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে শুধু সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ প্রায় ২৭ হাজার ৬৩৮ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ২৮ হাজারের কাছাকাছি।  এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫১ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ ২ লাখ ৭০ হাজারে পৌঁছেছে। ইতিমধ্যে সেখানে ৪ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ২ লাখ সাড়ে ৬৬ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ২৬০ জনের। 

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮১ হাজার ছুঁয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৬০৯ জনের।

ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার পেরিয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে।

অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ২৩৭ জন মানুষ।

জর্জিয়ায় এক লাফে আক্রান্ত ১ লাখ ১৭ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজারের বেশি মানুষের।

ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ সাড়ে ১১ হাজারে। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩২৫ জনের।  

এদিকে, পেনসিলভেনিয়ায় সংক্রমণ লাখ ছুঁতে চলেছে। এ শহরে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৭৯৪ জন। এর মধ্যে না ফেরার দেশে ৬ হাজার ৯৫৮ জন মানুষ। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি