ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

করোনার উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দল চীনে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১১, ১৪ জুলাই ২০২০

করোনাভাইরাসের উৎস কী? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। এনিয়ে রয়ে গেছে অনেক প্রশ্ন। এবার তাই করোনার উৎস সম্পর্কে খোঁজ নিতে চীনে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু’জন বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের আসার খবর নিশ্চিত করেছেন খোদ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। 

জানা গেছে, নতুন করে করোনা ছড়িয়ে পড়ার উৎস খুঁজতেই এসেছেন তারা। সিজিটিএন-এর খবরে বলা হয়েছে, এই দুই বিশেষজ্ঞ চীনা বিজ্ঞানী ও চিকিৎসক বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করবেন এবং তাদের সঙ্গে করোনা নিয়ে আলোচনা করবেন। তবে চীনে তারা কোথা থেকে কোথায় যাবেন, সে সম্পর্কিত কিছু বলা হয়নি।

জানা গেছে, এই বিশেষজ্ঞদের দল অন্য অঞ্চল এমনকি অন্য দেশেও এই ধরণের খোঁজ চালাতে পারেন। 

প্রসঙ্গত, বিজ্ঞানীরা অনুমান করেছেন ২০১৯ সালের ডিসেম্বরে সম্ভবত এই ভাইরাস চীনের উহানে একটি প্রাণী বাজার থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। এরপর তা সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে।  
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি