ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত আরও ৬৫ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১৪ জুলাই ২০২০ | আপডেট: ০৯:৪২, ১৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে সংক্রমণ। সোমবার দেশটিতে ৬৫ হাজার ৪৮৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায়ে দেশটিতে ৪৬৫ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জনে ঠেকেছে। এছাড়া, সুস্থ হয়েছেন এখন পর্যন্ত সাড়ে ১৫ লাখের মতো ভুক্তভোগী। 

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে শুধু সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ ২৮ হাজার ২০৩ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৬ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ২ লাখ ৮২ হাজার পেরিয়েছে।  ইতিমধ্যে সেখানে ৪ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা পৌনে ৩ লাখ ছুঁয়েছে।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮১ হাজারে বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৬৩৯ জনের।

ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ৭ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।

অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ২৪৫ জন মানুষ।

জর্জিয়ায় আক্রান্ত ১ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজারের বেশি মানুষের।

ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ সাড়ে ১১ হাজারে। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৩০ জনের।  

এদিকে, পেনসিলভেনিয়ায় সংক্রমণ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৬ হাজার ৯৬৩ জন মানুষ। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি