ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে শনাক্ত আরও ৬৫ হাজার, সুস্থ ১৬ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনায় দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে সংক্রমণ বৃদ্ধির হার। মঙ্গলবারও দেশটিতে ৬৫ হাজার ৫৯৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। দুর্দশার পরও ১৬ লাখের বেশি ভুক্তভোগী সুস্থতা লাভ করেছেন। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায়ে ট্রাম্পের দেশে আরও ৮৯৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জনে ঠেকেছে। 

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে শুধু সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ ২৯ হাজার ২৭৮ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৩৫ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ২ লাখ ৯২ হাজার ছুঁতে চলেছে। ইতিমধ্যে সেখানে ৪ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ছুঁই ছুঁই। যেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৭১ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮২ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৬৬২ জনের।

ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে ৭ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে।

অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ৩৩৭ জন মানুষ।

জর্জিয়ায় আক্রান্ত ১ লাখ ২৪ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৫৪ জনের।

ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ ১২ হাজারের বেশি। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৪০ জনের।  

এদিকে, পেনসিলভেনিয়ায় সংক্রমিতের সংখ্যা ১ লাখ ১ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৬ হাজার ৯৮১ জন মানুষ। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি