ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় ধূমপান ছেড়েছেন বিশ্বের ১০ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৫ জুলাই ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ৫ লাখ ৮০ হাজার ৩৪৯ জন। কোভিড-১৯ মূলত ফুসফুসে সংক্রমণ সৃষ্টিকারি একটি রোগ। তাই বিজ্ঞানিরা ধূমপায়ীদের ক্ষেত্রে করোনার বেশি ঝুঁকির কথা বলে আসছেন। এই পরিস্থিতিতে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। 

যুক্তরাজ্যের অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, গত ৪ মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের ৪১ শতাংশই করোনা ভাইরাসের কারণে এটি ছেড়েছেন বলে জানিয়েছেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব পর্যবেক্ষণ করে তারা দেখতে পান, এই বছরের চেয়ে বেশি এর আগে কখনোই এতো মানুষ ধূমপান ছাড়েননি ।

ব্রিটিশ সরকারও বলছে, কোভিড-১৯ এর উপসর্গ বাড়তে পারে ধূমপানে। কোভিড-১৯ মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ফুসফুসের। বলতে গেলে করোনা অনেকটা ফুসফুস সংক্রামক ভাইরাস। একইভাবে ধূমপানও ফুসফুসের মারাত্মক ক্ষতি হতে পারে এ বিবেচনায় ধূমপান ছাড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি