ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড শনাক্ত, মৃত্যু ১ লাখ ৪০ হাজার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। নতুন করে দেশটির ৭১ হাজার ৬৭০ জনের শরীরে মিলেছে ভাইরাসটি। এ নিয়ে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৬ লাখ ১৬ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৯৯৭ জনের। ফলে, মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪০ হাজার ১৪০ জনে ঠেকেছে। 

এছাড়া, দুর্দশার পরও প্রায় সাড়ে ১৬ লাখ ভুক্তভোগী সুস্থতা লাভ করেছেন। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে শুধু সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ ৩০ হাজার ২৭৭ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬১ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে তিন লাখ লাখ ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে সেখানে ৪ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই। যেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬২৫ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮২ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৭০৫ জনের।

ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা প্রায় ১ লাখ ৫৮ হাজার। এর মধ্যে ৭ হাজার ৪২৭ জনের মৃত্যু হয়েছে।

অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ৪৩৪ জন মানুষ।

জর্জিয়ায় ১ লাখ ২৮ হাজারের কাছাকাছি আক্রান্ত। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৯১ জনের।

ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ ১২ হাজারের বেশি। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৬৮ জনের।  

এদিকে, পেনসিলভেনিয়ায় সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৬১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৭ হাজারের অধিক মানুষ। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি