ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একদিনেই করোনার শিকার পৌনে ১ লাখ আমেরিকান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কখনো সংক্রমণে কখনো বা প্রাণহানিতে দেশটি নিজেই নিজের রেকর্ড ভেঙেছে বহুবার। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে একদিনেই প্রায় পৌনে ১ লাখ আমেরিকান করোনার শিকার হলেন। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৩ হাজার ৩৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৯৬৩ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ৪১ হাজার ১১৮ জন মানুষ ভাইরাসটিতে প্রাণ হারালেন। আর সুস্থ হয়েছেন পৌনে ১৭ লাখের বেশি রোগী। 

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে শুধু সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ ৩১ হাজার ৩৮০ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ৬৪  হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮৯ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে তিন লাখ ১৬ হাজারে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সেখানে ৪ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৩ পেরিয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৭০ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮২ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৭৩৬ জনের।

ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা প্রায় ১ লাখ ৫৯ হাজার। এর মধ্যে ৭ হাজার ৪৫২ জনের মৃত্যু হয়েছে।

অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ৪৯২ জন মানুষ।

জর্জিয়ায় ১ লাখ ৩১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ১০৪ জনের।

ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ সাড়ে ১২ হাজারের বেশি। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৮০ জনের।  

এদিকে, পেনসিলভেনিয়ায় সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৩ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৭ হাজার ৫১ জন মানুষ। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি