ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৮ জুলাই ২০২০ | আপডেট: ১৫:৩০, ১৮ জুলাই ২০২০

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স উইনিভার্সিটির এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

শনিবার (১৮ জুলাই) গ্রীনিচ মান সময় ৫টায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬৫ জনে দাঁড়িয়েছে। এদিকে কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৩৮ হাজার ২ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৩৯ হাজার ১২৮ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৮১ জন। একই সময়ে আরও দুই হাজার ৭০৯ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ দুই হাজার ৬৬ জনে।

করোনাভাইরাস বিষয়ে শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্ত হওয়ার পর ১০৩ দিনে গত ১৮ জুন শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। পরের ঠিক একমাস পরে আজ ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দু লাখ ছাড়ালো।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি