করোনা আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
প্রকাশিত : ১৭:২৬, ১৯ জুলাই ২০২০ | আপডেট: ১৭:৩৭, ১৯ জুলাই ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল। বৃহস্পতিবার শরীরে জ্বর অনুভব করছিলেন মাশরুর রেজা। সতর্কতার জন্য শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে।
রোববার (১৯ জুলাই) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাশরুর রেজা এখন আইসোলেশনে আছেন। কেশব মোড়ের বাড়িতেই আছেন। তার শারীরিক অবস্থা ভাল আছে। মাশরুর রেজা কৃষিব্যাংকের মাগুরা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা। প্রতিবেদন পওয়ার পর দুপুরে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, করোনা ভাইরাসে মাগুরায় ৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৩০৭ জন।
এদিকে সাকিব আল হাসান পরিবারসহ আছেন যুক্তরাষ্ট্রে। করোনার প্রকোপ শুরু হওয়ার আগেই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে আগে থেকেই ছিল তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে সাকিব পরিবারের কাছে যান। সাকিব ও উম্মে আহমেদ শিশির আহমেদের ঘর আলো করে গত ২৪ এপ্রিল এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।
এসি