ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টেক্সাসে এক বছরের নিচের ৮৫ শিশু করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২০ জুলাই ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস দ্রুত গতিতে বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে। এই রাজ্যের ১ বছরের কম বয়সী ৮৫ শিশু কোভিড-১৯তে আক্রান্ত হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। খবর নিউইয়র্ক পোস্ট ও সিএনএন

টেক্সাস জনস্বাস্থ্য বিভাগের ডিরেক্টর আন্নেতে রদ্রিগুয়েজ জানিয়েছেন, ‘আমাদের এখানে এক বছরের কম বয়সী ৮৫টি শিশু রয়েছে, যারা করোনাভাইরাসে আক্রান্ত। এই শিশুরা এখনও তাদের প্রথম জন্মদিন পালন করতে পারেনি। এখানে গেল সপ্তাহে ছয় মাসের কম বয়সী একটি শিশু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। দয়া করে আমাদেরকে সাহায্য করুন, যাতে করোনাভাইরাস আর না ছড়ায়।’

স্থানীয় কর্মকর্তারা করোনার অন্যতম এই হটস্পটটিতে ভাইরাসটির বিস্তার রোধে অধিবাসীদের আরও সতর্কভাবে থাকার আহবান জানিয়েছেন। তারা বলেছেন, পরিস্থিতি দিনে দিনে ভয়ংকর হয়ে উঠছে। তাই সংক্রমণ রুখতে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

নগর ব্যবস্থাপক পিটার জ্যাননি বলেন, ‘রাজ্যের অন্যান্য কাউন্টির তুলনায় এখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। এ কারণে আমরা বিষয়টিকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছি।’

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের (সিডিসি) প্রকাশিত হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে, যেসব শিশুদের বয়স ১ বছরের নিচে তাদের কোভিড-১৯তে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এছাড়া আক্রান্ত হলে তাদের মধ্যে জটিলতাও বেশি দেখা দিচ্ছে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এদের।

এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলোতে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে তার মধ্যে অন্যতম টেক্সাস। এখানে দ্রুত গতিতে বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা। টেক্সাসে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৮৯০ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ৪৬ জন।

অন্যদিকে ওয়ার্ল্ডমিটারের হিসাব মতে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার ২০৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬০১ জনের। অন্যদিকে দেশটিতে ১১ লাখ ১৭ হাজার ৮৪ জন মানুষ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি