ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিমানযাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করছে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২১ জুলাই ২০২০ | আপডেট: ১৬:৩২, ২১ জুলাই ২০২০

চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান যাত্রীরা তাদের ফ্লাইট বুক করার পর বিমানে আরোহনের আগে প্রমাণ করতে হবে যে তাদের সাম্প্রতিক করোনাভাইরাস টেস্টের ফল নেগেটিভ এসেছে।

সিভিল এডমিনিস্ট্রেশন অব চায়না সোমবার আরো বলেছে, ফ্লাইটের তারিখের অন্তত ৫দিন আগে যাত্রীদের নিউক্লিক এসিড টেস্ট করতে হবে। সংশ্লিষ্ট দেশের চীনা দূতাবাসের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে এই টেস্ট করাতে হবে। খবর বিবিসির

যারা করোনাভাইরাস নেগেটিভ টেস্টের প্রমাণ দেখাতে পারবে না, তাদের বিমানে আরোহন করতে দেয়া হবে না। চীনে আভ্যন্তরীন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল আবার শুরু হচ্ছে। তবে চলাচলের ওপর এখনো নানা ধরণের বিধিনিষেধ বহাল থাকছে।

করোনাভাইরাসের মহামারির সূচনা হয়েছিল চীন থেকে। কিন্তু চীনা কর্তৃপক্ষ এই মহামারিকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বিমানযাত্রীদের জন্য করোনাভাইরাস টেস্ট বাধ্যতামূলক করছে চীন

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি